১৯৭৮। রাশিয়ায় কমিউনিস্ট শাসন। ডিস্কো সঙ্গীতে ‘বনি এম’ অর্ধেক পৃথিবী শাসন করছে। সে বার ফিলিপিন্সে বসে বিশ্ব দাবা চ্য়াম্পিয়নশিপের আসর। টেবিলের দুই প্রান্তে মুখোমুখি আনাতোলি কারপভ এবং ভিক্তর করচনোই। দুই শ্রেষ্ঠ দাবাড়ুর সংঘাতে রাজনীতির উত্তাপ। যে চিত্রনাট্যে বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, কী নেই!