EPIC Card

বাংলার ভোটার তালিকায় ‘ভূত’? এপিকে ভুল মানলেও গুরুত্ব দিতে নারাজ নির্বাচন কমিশন

একই এপিক নম্বরে দুই ভোটার কার্ড। সেই তথ্য দেখিয়ে তৃণমূলের দাবি, বাংলার ভোটার তালিকায় ভিন্‌রাজ্যের ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৭:২৪
Share:
Advertisement

এক এপিক নম্বর। দুই ভোটার কার্ড। এক জন বাংলার বাসিন্দা। অন্য জন ভিন্‌রাজ্যের। তৃণমূলের দাবি, বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি চায় মমতার দল। ২ মার্চ নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে। একই এপিকে দুই ভোটার কার্ড থাকার কথা স্বীকার করে নিলেও, ভুয়ো ভোটারের তত্ত্ব মানেনি কমিশন। তৃণমূল কি ছেড়ে দেবে? ভোটার তালিকায় গরমিল নিয়ে পাল্টা সরব বিজেপিও। সব মিলিয়ে ২০২৬ সালের নির্বাচনের এক বছর আগে থেকেই বাংলার হাওয়া গরম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement