এক এপিক নম্বর। দুই ভোটার কার্ড। এক জন বাংলার বাসিন্দা। অন্য জন ভিন্রাজ্যের। তৃণমূলের দাবি, বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি চায় মমতার দল। ২ মার্চ নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে। একই এপিকে দুই ভোটার কার্ড থাকার কথা স্বীকার করে নিলেও, ভুয়ো ভোটারের তত্ত্ব মানেনি কমিশন। তৃণমূল কি ছেড়ে দেবে? ভোটার তালিকায় গরমিল নিয়ে পাল্টা সরব বিজেপিও। সব মিলিয়ে ২০২৬ সালের নির্বাচনের এক বছর আগে থেকেই বাংলার হাওয়া গরম।