বরফে মোড়া কাশ্মীরের গুলমার্গ। সেখানে এক ফ্যাশন শো-কে কেন্দ্র করে তুমুল বিতর্ক। কেন ফ্যাশন প্যারেডে মহিলারা খোলামেলা পোশাক পরেছেন? কেন পুরুষেরাও পরেছেন? তা নিয়ে দড়ি টানাটানি। রমজ়ান মাস চলাকালীন এ’রকম অনুষ্ঠানের আয়োজন ধর্মীয় ভাবাবেগে আঘাত করে বলে মনে করছেন মীরওয়াইজ় উমর ফারুকের মতো হুরিয়ত নেতারা। জম্মু-কশ্মীর বিধানসভায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বক্তব্য, ঘটনার সঙ্গে সরকারের কোন সম্পর্ক নেই। তদন্ত রিপোর্ট জমা করতে বলেন তিনি।