তেলঙ্গানার প্রত্যন্ত গ্রাম অকুলমায়লরমে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন বি সুদর্শন রেড্ডি। এই গ্রাম থেকেই দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত যাত্রা। ১২ জানুয়ারি, ২০০৭। সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন রেড্ডি। ২০১১ সালের ৮ জুলাই অবসর নেন বি সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত ভূমিপুত্র। উচ্ছ্বসিত অকুলমায়লরম।