Durga Puja 2022

পাথরের মন্দিরে পূজিত, তবু ভট্টাচার্য বাড়ির দেবী আজও ‘দালান মা’

সম্পাদনা: অসীম, গ্রাফিক: বিজন

নিজস্ব সংবাদদাতা
পূর্ব বর্ধমান শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২২:১৮
Share:
Advertisement

ইটের তৈরি দালানে আরাধনা হত দেবী দুর্গার। সেই থেকে দেবী ‘দালান মা’ নামেই পূজিত পূর্ব বর্ধমানের তালিত গ্রামের ভট্টাচার্য বাড়িতে। ৪০০ বছর ধরে হচ্ছে এই পুজো। পরবর্তী কালে বড় পাথরের মন্দির গড়ে পুজো করা হয় দেবীর। তবু তিনি ‘দালান মা’ থেকে গিয়েছেন। প্রতিমার কাঠামো ৩৫০ বছরের পুরনো। রথযাত্রার দিন গঙ্গা মাটি দিয়ে এক চালার প্রতিমা গড়া শুরু হয়। শোনা যায়, তালিতের ভট্টাচার্য বাড়ির পুজো দেখতে এসেছিলেন সাধক কমলাকান্ত এবং মা সারদা দেবী। এ বাড়ির রীতি, পুরোহিত পুজো করতে বসলে শেষ না হওয়া পর্যন্ত আসন থেকে আর উঠতে পারবেন না। দেবীর উদ্দেশে ছাঁচি কুমড়ো আর আখ বলি দেওয়া হয়। অতীতে কামান দেগে পুজোর বিভিন্ন রীতি পালন করা হত। ১৯৯৫ সালে দুর্ঘটনার পর তা বন্ধ হয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement