Gangasagar Mela

গঙ্গাসাগরে ৪০ লক্ষ জমায়েতের প্রস্তুতি, থাকছে ১০ হাজার শৌচালয়, ৩০০ শয্যার হাসপাতাল

সাগর মেলা পর্যবেক্ষণের দায়িত্বে একাধিক মন্ত্রী। আইন শৃঙ্খলার তদারকিতে থাকছেন জ্ঞানবন্ত সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
হাওড়া শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৯
Share:
Advertisement

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর স্নান, সাগর মেলায় ৪০ লক্ষের জমায়েত নিয়ে আগাম প্রস্তুতি নিল রাজ্য সরকার। নবান্নে বৈঠক করে মন্ত্রীদের দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা তো থাকবেনই, দায়িত্ব দেওয়া হল ইন্দ্রনীল সেন, শোভনদেব চট্টোপাধ্যায়, সুজিত বসুর মতো মন্ত্রিসভার একাধিক মন্ত্রীকেও। আইন শৃঙ্খলার বিষয়টির তদারকিতে বিশেষ দায়িত্ব দেওয়া হল জ্ঞানবন্ত সিংহকে। জানুয়ারিতে গঙ্গাসাগরে মেলার আয়োজন নিয়ে বৈঠকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগের জন্য ইন্টারনেট এবং স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার থেকে সড়ক ও রেল পরিবহন পরিষেবাকে সুনিশ্চিত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ৬০ লক্ষ জলের পাউচ। ৫টি অস্থায়ী হাসপাতালে কম করে ৩০০ শয্যা এবং অন্তত একশোটি আপৎকালীন অ্যাম্বুল্যান্সের আয়োজন করেছে রাজ্য সরকার। অগ্নিসংযোগের ঘটনা মোকাবিলা করতে থাকছে ১৩টি আপৎকালীন ‘ফায়ার স্টেশন’। মেলার আগে এবং পরে প্রয়োজনীয় ট্রেনের ব্যবস্থা করতে রেলকে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোটা মেলা চত্বরে থাকবে ফ্রি ওয়াইফাই জ়োন। তাছাড়াও ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মেলার কাজে যুক্ত সরকারি কর্মী থেকে সাংবাদিকদের জন্য ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমাও করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement