ঘরের মাঠে টেস্টে পর পর বিপর্যয়। হেড কোচ গৌতম গম্ভীর নিজে বলছেন, বিসিসিআই চাইলে তাঁকে সরিয়ে দিতে পারে। তবে তিনি যে সাফল্যও এনে দিয়েছেন, তা যেন কেউ ভুলে না যান। হারের পরেও নিজের ক্রিকেট-দর্শন থেকে সরতে নারাজ গম্ভীর। নক্ষত্রের আলো তিনি চান না। চান সেই টিম, যা সীমিত সামর্থ্য়েও দলগত বোঝাপড়ায় সাফল্য ছিনিয়ে আনবে। সে তো ভাল কথা। তবে, আর কবে? গম্ভীরের কাছে এখন এই একটাই প্রশ্ন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।