মিশরে আলোচনায় বসেছিল ইজ়রায়েল ও হামাস। আমেরিকা, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সেই বৈঠক সফল। ট্রাম্পের শান্তিপ্রস্তাবের প্রাথমিক শর্ত মানতে রাজি যুধুধান দু’পক্ষ। শান্তি ফেরাতে কী কী পদক্ষেপ করবে দুই পক্ষ?