মার্চ মাস থেকে গাজ়া অবরোধ করে রেখেছে ইজ়রায়েলি সেনা। ঢুকতে দেওয়া হচ্ছে না ত্রাণ বা বাণিজ্যিক পণ্য সরবরাহকারী ট্রাককে। তার জেরে তীব্র খাদ্যসঙ্কটের মুখোমুখি গাজ়াবাসী। হাজার হাজার শিশু অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি। ইতিমধ্যে অন্তত ৫৭ জন গাজ়াবাসীর মৃত্যু হয়েছে অনাহারে। রাষ্ট্রপুঞ্জের দাবি, খাদ্য সরবরাহ বন্ধ করাকে যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহার করছে ইজ়রায়েল