জেন জ়ি বিদ্রোহে উথালপাতাল আরও এক দেশ, জাপানি মাঙ্গার পতাকা নিয়ে প্রতিবাদে ছাত্রযুবরা
মেক্সিকোয় সরকার বিরোধী বিক্ষোভ। জেন জ়ি বিক্ষোভকারীদের হাতে অ্যানিমে থেকে ধার নেওয়া পতাকা।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৭:৪৬
Share:
Advertisement
নেপাল, ইন্দোনেশিয়া, পেরুর পর মেক্সিকো। আরও একটা দেশ উত্তাল সরকার বিরোধী জেন জ়ি বিক্ষোভে। বিক্ষোভকারীদের হাতে ফের সেই খুলি আঁকা কালো পতাকা। জনপ্রিয় জাপানি অ্যানিমে থেকে ধার নেওয়া সেই পতাকাই এখন বিশ্বের নানা জেন জ়ি বিক্ষোভের হাতিয়ার।