দুর্নীতি ও সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলনে ছাত্র-যুবরা। নিষেধাজ্ঞা প্রত্যাহার করেও সেই বিক্ষোভ সামাল দেওয়া গেল না। সোমবারের পর মঙ্গলবারও আগুন জ্বলল নেপালে। গণবিক্ষোভের চাপে ইস্তফা দিতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পরও উত্তেজনা জারি ভারতের প্রতিবেশী দেশে।