‘মস্তি কা পাঠশালা’। হাসি, গান, সুরে, ছন্দে ছোটরা শিখছে বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, সামাজিক দায়বদ্ধতা। অনেকটা যেন লাদাখের ‘দ্রুক পদ্মা কারপো স্কুল’। পর্যটকদের কাছে যা ‘রাঞ্চোর স্কুল’ নামে পরিচিত। তবে খোলা আকাশের নীচে এই স্কুলের ঠিকানা গুজরাটের গোধরায়।