পুজোর সাজে নিজেকে সাজিয়ে তোলা নতুন নয়। তবে ট্রেন্ড ফলো করতে গিয়ে হিতে বিপরীত? রিল দেখে চুলে রং থেকে হাজারও ট্রিটেমেন্ট করাচ্ছেন অনেকে। তবে তাতে হিতে বিপরীতের সম্ভাবনা। সতর্ক করছেন চিকিৎসক।