India vs New Zealand 2023

মধুর প্রতিশোধ! সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা, ভারতের বিরুদ্ধে ফাইনালে কে?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১২:৪৭
Share:
Advertisement

ওল্ড ট্র্যাফোর্ডের বদলা ওয়াংখেড়েতে। ঘরের মাঠেই ৪ বছর আগের হারের মধুর প্রতিশোধ নিল ভারত। সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ‘মেন ইন ব্লু’। টসে জিতে প্রথমে ব্যাট করে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৩৯৭ রান তোলে ভারত। এ দিন একদিনের আন্তর্জাতিকে নিজের ৫০তম শতরানটি করেছেন বিরাট কোহলি। ১১৩ বলে ১১৭ রানের ইনিংস খেলেন বিরাট। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরানের পর বুধবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও শতরান করেন শ্রেয়স আইয়ার। ৭০ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শ্রেয়স। জবাবে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনেরা তোলেন ৩২৭। ভারতের বিরুদ্ধে ১৩৪ রানের ইনিংস খেলেও শেষ রক্ষা করতে পারেননি ড্যারেল মিচেল। মহম্মদ শামির ঝুলিতে এসেছে ৭টি উইকেট। বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। জয়ী দল রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement