তেজস্বীর বিরুদ্ধে লালু-জমানাকেই হাতিয়ার করেছে এনডিএ। জঙ্গলরাজের তির যে আসতে পারে, তা প্রত্যাশিত ছিল। তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদের মুখ হিসাবে ঘোষণা করা নিয়ে দ্বিধা ছিল মহাগঠবন্ধনের। ছিল বিহারের ‘এম-ওয়াই’ অর্থাৎ মুসলিম-যাদব ভোট সমীকরণের বাইরের ভোট বিপক্ষে যাওয়ার শঙ্কাও। তার পরেও তেজস্বীই মুখ হয়েছেন। প্রত্যাশিত পথেই এগিয়েছে এনডিএ-র আক্রমণ।