লাদাখে এলাকার দখল নিয়ে ফের ভারত-চিন দ্বন্দ্ব, কেন দিল্লির কাছে গুরুত্বপূর্ণ শক্সগাম
পাক-অধিকৃত কাশ্মীরের মধ্যেই পড়ে শক্সগাম উপত্যকা। কিন্তু কেন ওই এলাকাকে নিজের বলে দাবি করে চিন?
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৫:২৬
Share:
Advertisement
গলওয়ান সংঘর্ষের পর ফের এক বার সম্পর্ক সহজ করার চেষ্টা করছে ভারত ও চিন। তার মাঝেই ফের এক বার সীমান্ত দ্বন্দ্বে দিল্লি-বেজিং। দুই পড়শির বিবৃতির লড়াইয়ের কেন্দ্রে শক্সগাম উপত্যকা। কোথায় অবস্থিত শক্সগাম। কেন দু’দেশের কাছে গুরুত্বপূর্ণ ওই এলাকা?