দিনরাত পাকগোলাবর্ষণ। বিধ্বস্ত পুঞ্চ, রাজৌরির মতো সীমান্ত এলাকাগুলি। তার মধ্যেই নিজেদের জীবন বাজি রেখে অন্যের প্রাণ বাঁচাতে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেছেন বেশ কিছু মানুষ। রাজৌরির সইদ ওয়ানি যেমন। অ্যাম্বুলেন্সচালক। সীমান্তে ভারত-পাক সংঘর্ষে, ভারতীয় সেনার পাশাপাশি, এঁরাও নায়ক।