এশিয়া ক্রিকেট কাউন্সিলের মাথায় পাকিস্তানের মন্ত্রী মহসিন নাকভি। আপত্তি জানিয়ে এশিয়া কাপ না খেলার কথা এসিসি-কে জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শেষ পর্যন্ত ভারত না খেললে কম করে ২০০ কোটি টাকা আয় থেকে বঞ্চিত হবে পাকিস্তান। বাতিল হতে পারে সনি পিকচার্সের চুক্তিও।