পুঞ্চ, রাজৌরি, কুপওয়াড়া, উরি, জম্মু, শ্রীনগর, ফিরোজ়পুর, বারমের, ভুজ, সীমান্ত লাগোয়া পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাতের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ চলেছে। নিশানায় নিরীহ সাধারণ মানুষ, ধর্মীয় স্থান, হাসপাতাল। নিরাপদ স্থানে সীমান্ত লাগোয়া স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাতের পাক হামলার অভিজ্ঞতা জানালেন তাঁরা।