টার্গেট লকড।ফায়ার।‘নিখুঁত’ লক্ষ্যভেদ । রাফাল যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ধুলিসাৎ পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। অপারেশন সিঁদুরে মূলত ব্যবহার হয়েছে স্ক্যাল্প এবং হ্যামার— এই দুটি অস্ত্র। ভারতের উদ্দেশ্য ছিল সুপরিকল্পিত ভাবে, দক্ষতার সঙ্গে কোনও কোল্যাটারাল ড্যামেজ ছাড়াই জঙ্গি ঘাঁটি নিকেশ করা। সেই কাজেই দক্ষ এই দুই অস্ত্র। পাক হামলা রুখে দিয়ে লাহৌরের এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করল ভারত। এ কাজে ‘ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড’ সিস্টেম ব্যবহার করেছে ভারত।