বন্ধু আছে, আড্ডা আছে, কাজ নেই! ইন্ডাস্ট্রিতে রুদ্রনীলের যন্ত্রণার দিনলিপি
এক মাস কাজ করে এগারো মাস সংসার চালাতে হয়েছে, বাকি সময়টা শুধুই যন্ত্রণার— আবেগতাড়িত রুদ্রনীল।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৩
Share:
Advertisement
তুখোড় অভিনেতা। আছে রাজনৈতিক পরিচয়। তাই-ই হল পথের কাঁটা! কম কাজ পাওয়া থেকে যন্ত্রণা সয়ে দিন কাটানো— আনন্দবাজার ডট কম-এর কাছে মুখ খুললেন রুদ্রনীল ঘোষ।