দেশের মেয়েদের সিঁথির সিঁদুর মোছার বদলা নিল ভারত। স্বামীর নিথর দেহের পাশে হিমাংশী নরওয়ালের বসে থাকার দৃশ্য দেখে কেঁদেছিল গোটা দেশ। হিমাংশীর মতো অনেকেই পহেলগাঁও হামলায় স্বামীহারা, স্বজনহারা। সেই জঙ্গি হামলারই জবাব দিল ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাতের নামই ‘অপারেশন সিঁদুর’।