৪০ বছর পর মহাকাশে কোনও কোনও ভারতীয় নভশ্চর। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয়। শুভাংশু শুক্ল। সুনীতা উইলিয়ামসের মতো ভারতীয় বংশদ্ভূত নন, শুভাংশু’র জন্ম-কর্ম সব ভারতেই। বায়ুসেনা আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু ১১ জুন মহাকাশের উদ্দেশে রওনা দেবেন।