ইনফোসিস কর্তা নারায়ণ কৃষ্ণমূর্তির এই বক্তব্যে তুমুল বিতর্ক হয়। একই রকম বিতর্ক হয় এল অ্যান্ড টি চেয়ারম্যানের বক্তব্যে। তিনি বলেন, ঘরে বসে আর কতক্ষণ স্ত্রীয়ের মুখে দিকে তাকাবেন, রবিবারেও অফিসে আসুন। এই প্রজন্ম কাজের ফাঁকে পরিবারকে কি সময় দিতে পারে? উত্তর অধিকাংশ ক্ষেত্রে 'না'। পারে না। ভারতীয়েরা সপ্তাহে গড়ে ৪৬.৭ ঘণ্টা কাজ করেন। আমেরিকায় একজন সপ্তাহে ৩৮ ঘণ্টা কাজ করেন। চিন, জাপানেও কাজের সময় ভারতের তুলনায় কম। জাপানে সপ্তাহে ৩৬.৬ ঘণ্টা, দক্ষিণ কোরিয়ায় ৩৮.৬ ঘণ্টা ও চিনে সপ্তাহে ৪৬.১ ঘণ্টা করে মানুষ কাজ করেন। কাজের চাপ বাড়ায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স সামলানোর উপায় কী? উত্তর খুঁজছে আজকের প্রজন্ম।