ডনরো ডকট্রিন। আমেরিকার প্রেসিডেন্ট ‘খারাপ’ পড়শিদের চান না। আমেরিকার নিরঙ্কুশ আধিপত্যে যেন কেউ বাধা দিতে না পারে। ভেনেজ়ুয়েলার পর কি এ বার অন্য দেশের পালা? ফের বিদেশের মাটিতে সামরিক অভিযান চালাবে আমেরিকা? কোন কোন দেশ মার্কিন প্রেসিডেন্টের অপছন্দের তালিকায়?