ডিসেম্বরের শেষ থেকে বিক্ষোভ চলছে। খামেনেইয়ের শাসনের বিরুদ্ধে পথে নেমেছে ইরানের জনতা। এর মধ্যেই ফের ইরান সরকারকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের। আসরে ইরানের নির্বাসিত যুবরাজ রেজ়া পহলভিও।