গবেষণার জন্য ২০১৫ থেকে ২০১৮ সালে ইরানে যাতায়াত লেগেই ছিল। পড়াশোনা আর ফারসি শেখার পাশাপাশি ইরান নিয়ে একটা আস্ত তথ্যচিত্র বানিয়ে ফেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্রীময়ী সিংহ। ‘অ্যান্ড টুওয়ার্ডস হ্যাপি অ্যালিজ়’ মুক্তি পেয়েছিল ২০২২ সালে। শ্রীময়ীর ছবিতে ধরা দিয়েছিল ইরানের চলচ্চিত্র নির্মাতা এবং মানবাধিকার কর্মীদের ইসলামীয় শাসন-বিরোধী লড়াইয়ের টুকরো ছবি। সে দেশের সাধারণ মানুষের অনেক না-পাওয়া, জমা হওয়া ক্ষোভের আঁচ। সেই সব ক্ষোভেরাই যখন ২০২৬ সালে বিস্ফোরণ ঘটাচ্ছে ইরানের রাস্তায় রাস্তায়, শ্রীময়ী তখন কী ভাবছেন?