আমেরিকার মধ্যস্থতাতেই ভারত-পাক সংঘর্ষবিরতিতে রাজি হয়, বার বার দাবি করেন ট্রাম্প। ভারত অবশ্য কখনই ওই দাবি মানেনি। ১০ মে সংঘর্ষবিরতির আগে আমেরিকার সঙ্গে কথা হয়। মানছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে কি আমেরিকার মধ্যস্থতার দাবি সত্যি? পহেলগাঁওয়ের হামলাকারীরাই বা এখনও অধরা কেন? কী বলছেন জয়শঙ্কর?