দুনিয়ার চরকায় তেল জোগায়, সেই হরমুজ় প্রণালী বন্ধ হলে মাথায় হাত পড়বে ভারতের?
সরু খাঁড়ি কি বন্ধ হবে ইজ়রায়েল-ইরান সংঘাতে? কী প্রভাব পড়বে এশিয়ার অর্থনীতিতে?
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৯:৩৮
Share:
Advertisement
সংকীর্ণ জলপথ। হরমুজ় প্রণালীই তবু বিশ্ব-অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রা। কেননা সারা বিশ্বে অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহের লাইফলাইন এই সরু খাঁড়ি। যুদ্ধের জল গড়ালে কি বন্ধ হবে সেই জলপথও? এশিয়া এবং ভারতের অর্থনীতি কতখানি সমস্যায় পড়বে এর দৌলতে?