'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আর্য-অপর্ণার বিয়ের অনুষ্ঠানে উৎসবের আয়োজন।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪
Share:
Advertisement
অপর্ণার মেহেন্দি অনুষ্ঠান ছিল নজর-কাড়া । কালার কো-অর্ডিনেটেড পোশাকে দেখা যায় জিতু ও শিরিনকে। বিয়ের সাজেও আর্য-অপর্ণার সাবেকি লুক ছিল চোখে পড়ার মত। লাল রঙে সেজেছিলেন দুজনে। তাঁদের দেখে খুশি ভক্তেরা।