ক্রিকেটের মাঠে ভারতের মেয়েরা রুখে দিয়েছে অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়া। ক্রিকেট ইতিহাসে হরমনপ্রীতদের এই জয় গুরুত্বপূর্ণ। তবে ভারতের প্রেক্ষিতে জেমাইমাদের লড়াই যেন অন্য মাত্রা পায়। বাধা-বিপর্যয় পেরিয়ে এ দেশের মেয়েরা যখন উপার্জন করে সাফল্য, তখন যেন এক ধাপ এগোয় মেয়েদের সামগ্রিক অধিকার অর্জনের লড়াই। সেই লড়াইয়ের নিশান হয়েই থেকে যাবেন জেমাইমা রদ্রিগেজ়।