East Bengal FC

কলিঙ্গ জয় করে ১২ বছরের প্রতীক্ষা শেষ, সুপার কাপ জয়ী ইস্টেবেঙ্গল

সুপার কাপ জয়ের হাত ধরেই এফসি চ্যাম্পিয়নস লিগ (২) খেলার যোগ্যতাও অর্জন করে নিল কার্লেস কুয়াদ্রাতের দল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ১৫:০৪
Share:
Advertisement

১২ বছরের প্রতীক্ষার অবসান। খরা কাটিয়ে অবশেষে ট্রফি এল ঘরে। ওড়িশা এফসি’কে ৩-২ গোলে হারিয়ে কলিঙ্গ সুপার কাপ জয় ইস্টবেঙ্গলের। ২০১২ সালে সুপার কাপ জয়ের এক যুগ পর আবার শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করল বাংলার এই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব। রবিবারের ম্যাচে গোল করেন নন্দকুমার, ক্রেসপো। আর ২-২ থেকে ৩-২ করে লাল-হলুদের জয়ে সিলমোহর বসান ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা। ওড়িশার হয়ে দু’টি মৌরিসিয়ো, জাহু। সুপার কাপ জয়ের হাত ধরেই এফসি চ্যাম্পিয়নস লিগ (২) খেলার যোগ্যতাও অর্জন করে নিল কার্লেস কুয়াদ্রাতের দল। বাংলার প্রথম ক্লাব হিসাবে এই ট্রফি জয়ের রেকর্ডও গড়ল ইস্টবেঙ্গল। যদিও ২০১৮ সালে ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়া হয় লাল-হলুদের। সে বার খেতাব জিতেছিল বেঙ্গালুরু।

জেতা ট্রফির তালিকায় ইস্টবেঙ্গলের ক্যাবিনেটে রয়েছে ডুরান্ড এবং ফেডারেশন কাপ। তিন বার ভারতসেরাও হয়েছে ইস্টবেঙ্গল। সদ্যসমাপ্ত সুপার কাপ জয় নিঃসন্দেহে ইস্টবেঙ্গল ক্লাবের মুকুটে নতুন পালক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement