কসবাকাণ্ডে তোলপাড় সমাজ। ঘটনার প্রতিবাদে নাগরিক মিছিল কলকাতায়। সরগরম রাজ্য রাজনীতি। শাসক বনাম বিরোধী ছাপিয়ে এখন চর্চায় তৃণমূল বনাম তৃণমূল। আর এরইমধ্যে এফআইআর-এ অভিযুক্তদের সাঙ্কেতিক নাম নিয়ে চর্চা জোরালো হয়েছে।