খালি পায়ে রাষ্ট্রপতি মূর্মূর হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন। পরনে ধুতি, কপালে তিলক। জোনাস মাসেত্তি ব্রাজিলিয়ান নাগরিক। প্রাক্তন ইঞ্জিনিয়র পড়াশোনা শেষে প্রথমে সেনাবাহিনীতে এবং পরে স্টক মার্কেটের কনসালটেন্ট হিসাবে কাজ করেন। তার পর বিষয়ী দুনিয়া ছেড়ে বেদান্ত চর্চার পথে। নতুন নামও নেন— বিশ্বনাথ।