জলে ভেসে যাচ্ছে ফলের দোকান। ঘরে তাই বসে থাকতে পারেননি প্রাণতোষ কুণ্ডু। দোকান বাঁচাতে বেরিয়েছিলেন। তবে নিজে বেঁচে ফিরতে পারলেন না। মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। তাঁকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল প্রিয় কুকুরও। এই মৃত্যুর দায় কার? পরিজনকে হারিয়ে সে প্রশ্নই তুলছে পরিবার।