সিনেমায় মন। মনের মতো সিনেমা দেখা। সবই হচ্ছে। আবার ছবির নাম জানতে চাইলে কেউ কেউ হোঁচটও খাচ্ছেন। কেউ আবার টিকিট না পেয়ে স্রেফ হুজুগেই গা ভাসিয়েছেন। এক সময় নন্দনে তিল ধারণের জায়গা থাকত না। এখন ছবিটা খানিক বদলেছে। হলের মেঝেতে বসেও সিনেপ্রেমীরা যেমন ছবি দেখছেন, তেমন নেহাত ঘোরাঘুরিও চলছে দিব্যি। এ দিকে কয়েকশো ফেক কার্ড ধরেছেন কর্তৃপক্ষ।
সকলে সিনেমা দেখতে আসছেন তো? না কি সিনেমাতলায় অকারণেও মেলা বসিয়েছেন কেউ কেউ?