বিসিসিআই-এর প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট। আইপিএল-এর প্রতিষ্ঠাতা। আর্থিক দুর্নীতির দায়ে ইডি মামলা করে তাঁর বিরুদ্ধে। ২০১০ সাল থেকে পলাতক। তিনি ললিত মোদী। দীর্ঘ দিন ব্রিটেন-বাসের পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াটুর নাগরিক হন। কী ভাবে? তার পর আচমকাই পট পরিবর্তন। সে দেশের প্রধানমন্ত্রী জোথাম নাপাটের নির্দেশ, বাতিল করতে হবে ললিতের পাসপোর্ট। কেন মত বদল ভানুয়াটুর? এর পর ললিতই বা কী করবেন?