জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপ যাদবকে ‘ত্যাজ্য’ করেছেন লালুপ্রসাদ। দল আরজেডি থেকেও বার করে দিয়েছেন। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে সে কথা ঘোষণাও করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তে বাবার পাশে দাঁড়িয়েছেন তেজের ভাই তেজস্বীও। তবে এ বারে এই প্রসঙ্গেই মুখ খুললেন তেজপ্রতাপের প্রাক্তন স্ত্রী ঐশ্বর্যা রায়। নিশানা করলেন প্রাক্তন শাশুড়ি-সহ গোটা যাদব-পরিবারকে।