২০০৯। পাকিস্তানের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। দেশের ট্রান্সজেন্ডারদের নাগরিক অধিকারের পক্ষে সওয়াল। একই সঙ্গে তৃতীয় লিঙ্গের অধিকারের পরিসর বৃদ্ধি এবং সুরক্ষায় জোর দেওয়ার কথাও বলে শীর্ষ আদালত। ফলশ্রুতি, ২০১৮ সালে পাকিস্তানে পাস হয় ট্রান্সজেন্ডার পার্সন আইন। এর পরেও পরিস্থিতি সঙ্গীন! ইসলামিক দেশে লিঙ্গ পরিবর্তন নিয়ে সচেতনতা এখনও অন্ধকারেই।