Junior Doctors at Kalighat
মমতা বললেন, ‘বৈঠক না করো অন্তত এক কাপ চা খেয়ে যাও’
মুখ্যমন্ত্রী বেরিয়ে এলেন, জানালেন, আন্দোলনকারীরা যে চিঠি দিয়েছিল, তাতে সরাসরি সম্প্রচারের কথা ছিল না।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৪
আন্দোলনকারীদের দাবি, তাঁদেরও ‘সদিচ্ছা’ রয়েছে। কথা বলতে চান তাঁরা। আরও আধ ঘণ্টা সময় চান তাঁরা। জানান, ঘড়ি, মোবাইল জমা রেখেই ভিতরে প্রবেশ করবেন তাঁরা। মুখ্যসচিব জানান, আর সম্ভব নয়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেছেন তাঁরা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)