একটা বিয়ের ভিডিয়ো ভাইরাল। শিরোনামে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-র মনস্তত্ত্ব বিভাগ। সমাজ মাধ্যমের পাতা জুড়ে খাপ পঞ্চায়েত। মন্তব্যের ঝড়। অধ্যাপিকা সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। জানান, এটি আসলে একটি নাটকের অংশ। নবীন-বরণ অনুষ্ঠানের মধ্যে এটি একটা অংশ মাত্র। বিয়ের অনুষ্ঠান আসলে সাইকো ড্রামা। কী এই সাইকো ড্রামা? শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের কোপে অধ্যাপিকা।