২০১৬ সাল থেকে প্রায় এক দশক ধরে রাজ্যের সঙ্গে সরকারি কর্মচারীদের আইনি লড়াই অব্যাহত। লড়াইয়ে প্রায় প্রতি বারই জয় হয়েছে কর্মচারীদের। ২০০৯ সালের রোপা আইন। বাম আমলে এই আইনে কেন্দ্রের সমান হারে কর্মচারীদের ডিএ দেওয়ার কথা বলা হয়। ডিএ নিয়ে যাবতীয় আইনি লড়াই রোপা রুলকে হাতিয়ার করে। তার জোরেই বার বার জয় কর্মচারীদের।