শান্তি অধরাই মণিপুরে। ২০২৩ সালের মে মাস থেকে দফায় দফায় সংঘর্ষের আগুন জ্বলেছে উত্তর-পূর্বের রাজ্যে। ২০২৫-এ ফেব্রুয়ারি থেকে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। মেয়াদ বেড়েছে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা বা ‘আফস্পা’র। তার পরেও নতুন করে উত্তেজনা। কেন ফের অশান্তির আগুন মণিপুরে?