৩ মে ২০২৩। মণিপুরে মেইতেই আর কুকি-জো জনগোষ্ঠীর মধ্যে সঙ্ঘাতের শুরু। দু’বছর পর কেমন আছে মণিপুর? রাষ্ট্রপতি শাসনে কি মণিপুর নিজের পুরনো গতে ফিরতে পেরেছে? যুযুধান দুই জনগোষ্ঠীর হাজার হাজার পরিবার এখনও ত্রাণশিবিরে। শিবিরে শিবিরে ঘরে ফেরার আকুতি। কবে ফিরতে পারবেন ঘরছাড়ারা? মণিপুরে দুই জনগোষ্ঠীর মধ্যে যে বিভাজন রেখা তৈরি হয়েছে, তা মুছে ফেলতে পারবে সরকার?