কোভিড আর গালওয়ানে ভারত-চিন সংঘর্ষ। এই দুই কারণে ২০২০ সালে ভারত থেকে মানস সরোবর যাত্রা বন্ধ হয়ে যায়। ২০২৪ সাল থেকে নয়াদিল্লি ও বেজিঙের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা শুরু হয়। তারই অঙ্গ হিসাবে খুলে গেল মানস সরোবর যাত্রার পথ। ২০২৫-এ জানুয়ারিতে ভারতের বিদেশসচিব ও চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। নাথুলা হয়ে জুন থেকে সেপ্টেম্বর মানস সরোবর যাত্রা করা যাবে। তার জন্যই তৈরি হচ্ছে সিকিম।