হু-এর পরিসংখ্যান, বিশ্ব জুড়ে ১০০ কোটিরও বেশি মানুষ মানসিক অসুস্থতায় ভোগেন। মানসিক চাপ, অবসাদ, উদ্বেগ। মন ভাল নেই। মনের অসুখ সামলাতে জনপ্রিয়তা বাড়ছে ‘আর্ট থেরাপি’র। মনের চিকিৎসায় কী ভাবে সৃজনশীলতার প্রয়োগ? আলোচনায় মনোবিদ শ্রীময়ী তরফদার।