১৩টি অনুভূতির বাক্য রেকর্ড করা আছে ‘মিউ টক’ অ্যাপে। কোনওটা ‘আমাকে খেতে দাও, খিদে পেয়েছে’। আবার কোনওটা বলছে ‘আমাকে একা ছেড়ে দাও’। নির্মাতা হাভিয়ের স্যানচেজ়ের মতে অ্যাপটি শুধু শব্দ নয় বিড়ালের মনের অবস্থাও বুঝে নিতে পারে। পোষ্য বিড়ালের আদর খেতে চাওয়ার আবদার, বিরক্তির অনুভূতি, একা থাকার চাহিদা, এই সমস্ত অনুভূতি বিশ্লেষণ করতে পারে। তা মানুষের ভাষায় অনুবাদ করে দিতে পারে। হাভিয়ের স্যানচেজ় দশ বছর ধরে বিড়ালের মিয়াওঁ ডাকের শব্দ ভান্ডার নিয়ে কাজ করেছেন। একবার ডাউনলোড করে দেখবেন নাকি মিউ টকের কামাল!