‘অপারেশন সিঁদুর’-এর সামরিক অভিযান আপাতত স্থগিত। তবে এই পরিস্থিতিতে কূটনৈতিক অভিযানের পরিকল্পনা ভারতের। ‘বন্ধু’ দেশ ও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিতে পৌঁছে যাবে সাতটি প্রতিনিধি দল। একটি দলের নেতৃত্বে কংগ্রেস সাংসদ শশী তারুর। কেন্দ্রের এই ঘোষণার পরই কেন বিতর্কের শুরু? আর কোন কোন সাংসদ ওই প্রতিনিধি দলগুলোর নেতৃত্ব দেবেন? কবে থেকে সফর শুরু? এই কূটনৈতিক উদ্যোগের গুরুত্বই বা কী?