রাজস্থানে বিকানেরে জনসভা। মোদীর ভাষণে ‘অপারেশন সিঁদুর’ আর ‘পাকিস্তান’। সরাসরি সামরিক অভিযানের কৃতিত্ব দাবি না করলেও, বুঝিয়ে দিলেন ভারতের পূর্বতন প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কোথায় পার্থক্য। বললেন, তাঁর শিরায় শিরায় এখন রক্ত নয়, গরম সিঁদুর বইছে। ২০২৫ সালের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। ২০২৬-এ পশ্চিমবঙ্গ, অসম, কেরল ও তামিলনাড়ুতে ভোট। বিহার ও অসম বাদ দিলে, বাকি রাজ্যগুলোয় ক্ষমতায় বিরোধীরা। পাঁচ রাজ্য জয়ে কি জাতীয়তাবাদ ও জাতীয় সুরক্ষাকেই তাস করতে চলেছে বিজেপি?