দেশের মাঠ। দেশের সমর্থক। তবু সব থেকে খারাপ পারফরম্যান্স। ২৯ বছর পর পাকিস্তান আইসিসি-র অন্যতম বড় ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করার সুযোগ পায়। তারপরেও স্বপ্ন হাতছাড়া। পর পর তিন তিনটি আইসিসি প্রতিযোগিতায় গ্রুপ-পর্ব থেকেই বিদায়। স্বাভাবিকভাবেই আওয়াম খুশি নয়। ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। এর মধ্যেই হারের ময়নাতদন্ত করতে গিয়ে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি শুরু।